প্রতীকী ছবি
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে মুখে অ্যাসিড ছুঁড়ে মারার দায়ে স্বামীকে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজের ফাস্ট ট্র্যাক (সপ্তম) আদালত আক্রান্ত গৃহবধূর স্বামী শেখ আব্বাস ওরফে কালোকে দোষী সাব্যস্ত করে। আগামিকাল, মঙ্গলবার দোষী ব্যক্তির সাজা ঘোষণা করা হবে।
গত বছর ২৪ জুন দক্ষিণ ২৪ পরগনার পুজালি থানার রাজীবপুরে দুর্গাপুর পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটেছিল। অভিযোগ, দাম্পত্যকলহের জেরে বাড়িতেই স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে স্বামী শেখ আব্বাস ওরফে কালো। ওই গৃহবধুর মুখ পুড়ে যায়। চোখ নষ্ট হয়। অভিযুক্ত কালো পেশায় হলদিয়া ডকের অয়েল ট্যাঙ্কার চালক। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় ওই অভিযুক্ত। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার দিনই আক্রান্ত গৃহবধূর ভাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় সংবিধানের তৎকালীন ৩২৬ এ ধারায় মামলা রুজু করে পুলিশ।
চালক হওয়ায় অয়েল ট্যাঙ্কার নিয়ে ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল অভিযুক্ত স্বামী। তৎকালীন তদন্তকারী অফিসার বর্তমানে অবসরপ্রাপ্ত বাদল বসু ঘটনার তদন্তভার হাতে নেন। বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। ঘটনার তিনদিন পর ২৭ জুন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্তকারী অফিসার গত বছরের ১৭ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২২ নভেম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে পেশ করা হয়। প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বয়ান, পুলিশের তদন্ত রিপোর্ট ও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট আদালতে জমা পড়ে। আজ, সোমবার আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট ট্র্যাক (সপ্তম) আদালত অভিযুক্ত শেখ আব্বাস ওরফে কালোকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার দোষী ব্যক্তির সাজা ঘোষণা করবে আদালত। গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে রেখেই চলে সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া। এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী ছিলেন অনির্বাণ গুহ ঠাকুরতা। অভিযোগকারীর পক্ষে আইনজীবী ছিলেন মহ: আজম খান ও শেখ রাকিব হোসেন। অভিযুক্তের পক্ষের আইনজীবী ছিলেন মনোজ চট্টোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.