Advertisement
Advertisement
Halisahar

পাটকলে কাজ করতে গিয়ে মেশিনে ঢুকে গেল শরীর! হালিশহরে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন।

Accident in Halisahar jutemill, one labour died
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 22, 2025 2:03 pm
  • Updated:July 22, 2025 2:03 pm   

অর্ণব দাস, বারাকপুর: হালিশহর হুকুমচাঁদ জুটমিলে ভয়ংকর দুর্ঘটনা। কাজ করার সময় মেশিনে ঢুকে গেলেন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কারখানায়। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রুস্তম আলি। তাঁর বয়স ৫২ বছর। হালিশহর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেলসন রোডের বাসিন্দা তিনি। কর্মরত ছিলেন হালিশহর হুকুমচাঁদ জুটমিলে। অন্য়ান্যদিনের মতো এদিন সকালেও কারখানায় যান তিনি। জানা গিয়েছে, পাটঘরে কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনা। আচমকা মেশিনের ভিতর ঢুকে যান রুস্তম। তড়িঘড়ি ছুটে যান সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রৌঢ়কে।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যানী ই এস আই হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়েই মৃত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতা বিট্টু জয়সওয়াল। পরিবারকে সমস্ত রকমের ক্ষতিপূরন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ