ছবি: প্রতীকী
শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সরস্বতী পুজোর (Saraswati Puja 2022) আনন্দ বদলে গেল বিষাদে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। জখম হয়েছেন ৩ জন। গুরুতর অসুস্থ অবস্থায় সোনাখালি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের।
জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন কিশোর। নাম ওয়াসিম খান। অপরজন বছর ২৯-এর সুমন সাঁতরা। কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধেয় আর পাঁচজনের মতোই সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তাঁরা। অনেক রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দেখেন। ফেরার সময় দাসপুরের চাঁইপাঠ এলাকায় ঘটে দুর্ঘটনা। উলটো দিক থেকে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওয়াসিম ও সুমনের। গুরুতর জখম হন আরও ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে। আহতদের ভরতি করা হয়েছে সোনাখালি গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিতে চালক-সহ ৩ জন করে আরোহী ছিলেন। চালক ছাড়া কারও হেলমেট ছিল না। এদিকে রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কলকাতার কসবায়। মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বিভিন্ন এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচার করা হচ্ছে। সচেতনতা শিবিরের আয়োজনও করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই কমছে না দুর্ঘটনা। তবে কি ফাঁক থেকে যাচ্ছে প্রচারে? উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.