Advertisement
Advertisement

Breaking News

AC local

শিয়ালদহ ডিভিশনে কৃষ্ণনগর ও বনগাঁ রুটে এসি লোকাল! গুনতে হবে কত ভাড়া?

কবে থেকে চালু হবে এই লোকাল?

AC local on Krishnanagar and Bangaon routes How much fare will be charged?
Published by: Subhankar Patra
  • Posted:June 21, 2025 11:04 am
  • Updated:June 21, 2025 11:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে ঘেমে নেয়ে ট্রেন যাত্রার দিন শেষ! লোকাল ট্রেনে মিলবে এসির ঠান্ডা বাতাস। পূর্বরেলের শিয়ালদহ ডিভিশনে চলবে বাতানুকূল লোকাল। সব কিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে ট্রেনটি। কোন রুটে চলবে? ভাড়াই বা কত গুনতে হবে?

পূর্বরেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে শিয়ালদহ-কৃষ্ণনগর ও শিয়ালদহ-বনগাঁ রুটে এসি ট্রেন চালানো হবে। ভাড়া কত গুনতে হবে? সাধারণ লোকল ট্রেনের থেকে প্রায় ৬ গুণ বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর রুটে দমদম পর্যন্ত ভাড়া ২৯ টাকা। মাসিক ভাড়া ৫৯০। বারাকপুর যেতে খরচ পড়বে ৬৫। মাসিক ভাড়া ১২১০। নৈহাটি পর্যন্ত যেতে গুনতে হবে ৮৫ টাকা। মান্থলী করলে তা গিয়ে দাঁড়াবে ১৭২০ টাকা। রানাঘাট পর্যন্ত ভাড়া ধার্য করা হয়েছে ১১৩ টাকা। মান্থলী করলে যাত্রীকে গুনতে হবে ২৩১০। কৃষ্ণনগর যেতে খরচ হবে ১৩২ টাকা। সেটা মাসে ২৬৮০ টাকা।

বনগাঁ শাখার ক্ষেত্রেও একই হারে ভাড়া ধার্য করা হয়েছে। হাবড়া যেতে হলে ভাড়া পড়বে ৮৫ টাকা। মাসের হিসাবে ১৭২০ টাকা। গোবরডাঙার ভাড়া হবে যথাক্রমে ৯৯ এবং ২০১০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১১৩ টাকা এবং মাসিক পড়বে ২৩২০ টাকা।

লোকাল ট্রেন ও এসি লোকালের ভাড়ায় অনেক পার্থক্য রয়েছে। প্রশ্ন উঠছে কতটা সফল হবে এসি লোকাল। নিত্যযাত্রীরা এত গুণ বেশি ভাড়া দিয়ে সফর করবেন। কৃষ্ণনগরের যাত্রী অনুরাগ রায় বলেন, “এই এসি লোকাল চালু করে আমাদের মতো ছাপোষা লোকের কি লাভ হবে শুনি? ট্রেনের ভাড়া সাধারণের বাইরে। উলটে ওই লোকাল চালাতে গিয়ে অন্য ট্রেনে ভিড় বাড়বে বলে আমার মনে হয়।” রানাঘাটের এক নিত্যযাত্রী অনিমেষ চৌধুরী বলেন, “ভাড়া একটু বেশি ঠিকই। তবে প্রবল গরমে এক-দুই দিন এসির হাওয়ায় সফর করা যায়। ভাড়াটা সাধারণের আয়ত্তে থাকলে রেলেও লাভ হত। সাধারণ খেটে খাওয়া মানুষও উপকার পেতেন।” এসি লোকাল নিয়ে যাত্রী মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এই ট্রেন চালানো নিয়ে যথেষ্ট আশাবাদী পূর্বরেল। এই ট্রেন সফল হলে আরও রেক বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement