Advertisement
Advertisement
Abhishek Banerjee

নির্যাতিতা পরিযায়ী তরুণীর পাশে অভিষেক, কেরলে তৃণমূলের প্রতিনিধি দল, পাশে থাকার আশ্বাস

নির্যাতিতা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা।

Abhishek Banerjee stands with migrant girl who was 'gang-raped' in Kerala, sends delegation
Published by: Rakes Kanjilal
  • Posted:August 22, 2025 2:12 pm
  • Updated:August 22, 2025 2:27 pm   

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কেরলে নির্যাতিতা পরিযায়ী নাবালিকা তরুণীর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর নির্দেশে রাজ্য পুলিশের কেরল রওনা দেয় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সমস্ত আইনি সহায়তা এবং সমস্ত রকমের সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।   

Advertisement

গত ১৮ আগস্ট কেরলে ‘গণধর্ষণে’র শিকার হন বাংলার এক পরিযায়ী তরুণী শ্রমিক। নির্যাতিতা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছাে। প্রশ্ন উঠছে পরিযায়ীদের নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতেই ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৪ সদস্যের প্রতিনিধি দল কেরলের উদ্দেশে রওনা দেন। নির্যাতিতার সঙ্গে দেখাও করেছেন তাঁরা বলে খবর। আইনি পরামর্শের পাশাপাশি তরুণীকে তাঁরা সবরকম সাহায্য করবেন।

জানা গিয়েছে, কলকাতা সংলগ্ন মহেশতলা এলাকার সন্তোষপুরের একটি পরিবারের কয়েকজন বেশ কয়েকবছর ধরেই কেরলের বাসিন্দা। পরিবারেরই এক তরুণী মাস ছয়েক আগে তাঁর দাদু-দিদার কাছে কেরলে চলে যান। দেড় মাস আগে একটি শপিংমলে কাজও পান বছর ১৭-র ওই তরুণী। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মেয়েটি তার পরিবারকে জানিয়েছে, শপিং মলে কাজ করে ফেরার সময় তাকে অপহরণ করা হয়। তরুণীর অভিযোগ, তাকে একাধিক বার ধর্ষণের শিকার হতে হয়েছে। তারপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।  

উল্লেখ্য, ভিন রাজ্যে পরিযায়ীদের উপর অত্যাচার নিয়ে বার বার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অত্যাচারে বিজেপির মদত রয়েছে বলেও অভিযোগ করে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। পরিযায়ী শ্রমিকদের সাহায্যে প্রকল্প-ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ