Advertisement
Advertisement
Nadia

পরকীয়ার জের, প্রেমিকার স্বামীর হাতে ‘খুন’ যুবক, তুমুল চাঞ্চল্য নদিয়ায়

পলাতক অভিযুক্ত।

A youth of Nadia allegedly killed by lovers husband in Nadia | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 3, 2023 8:59 pm
  • Updated:October 3, 2023 8:59 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের ভয়াবহ পরিণতি। প্রেমিকার স্বামীর বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ষষ্ঠীতলার বাসিন্দা মৃত বিমল সরকার। তাঁর বয়স ৩৫ বছর। স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক বধূর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বিমলের। প্রথমে বিষয়টা গোপন থাকলেও পরবর্তীতে জানাজানি হয়ে যায়। এরপরই শুরু অশান্তি। বধূর সঙ্গে তাঁর স্বামীর অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সোমবার রাতে বিমলকে ডাকে তাঁর প্রেমিকার স্বামী। নিয়ে যায় একটি বাগানে। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে।

[আরও পড়ুন: Bonedi Barir Durga Puja: দশ নয়, দেবীর ২ হাত! বিসর্জনের রীতিও আলাদা, জানুন গোপালনগরের দাঁ বাড়ির পুজোর ইতিহাস]

যুবকের আর্তনাদ শুনে ছুটে যান স্থানীয়রা। তড়িঘড়ি যুবককে নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তবে সেখানে পৌঁছনোর আগেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: বাংলায় বন্যা পরিস্থিতি! এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্ত রাজ্যপালের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement