Advertisement
Advertisement
Murshidabad

সামশেরগঞ্জে টোটোচালক খুন! উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, ক্রমশ ঘনাচ্ছে রহস্য

এই নৃশংসতার পিছনে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

A young man allegedly killed in Murshidabad

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 9, 2025 10:45 am
  • Updated:May 9, 2025 10:47 am   

শাহজাদ হোসেন, ফরাক্কা: সামশেরগঞ্জে টোটোচালক খুন! শুক্রবার সাতসকালে ফিডার ক্যানাল সংলগ্ন এলাকায় উদ্ধার হয় যুবকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু এই নৃশংসতার পিছনে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ এলাকার বাসিন্দা ওই টোটোচালক যুবক। অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ঘড়ির কাঁটা ন’টা পেরলেও ফেরেননি। এদিকে পরিবারের তরফে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। প্রবল উদ্বেগেই কাটে গোটা রাত। এরপর শুক্রবার ভোরে ফিডার ক্যানাল সংলগ্ন এলাকায় উদ্ধার হয় যুবকের ক্ষতবিক্ষত দেহ। স্থানীয়রা দেহটি দেখতে পাওয়া মাত্রই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় থানায়।

পুলিশ গিয়ে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের বক্তব্য, যুবককে অন্যত্র খুন করা হয়েছে। তারপর ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় ফেলে দেওয়া হয়েছে দেহ। কিন্তু কেন খুন? নেপথ্যে কে বা কারা, তা জানার চেষ্টায় পুলিশ। তদন্তের স্বার্থে কথা বলা হবে মৃতের পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ