প্রতীকী ছবি
সম্যক খান, মেদিনীপুর: বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে লাগাতার গণধর্ষণ! তার জেরে গর্ভবতী হয়ে পড়েন নির্যাতিতা। ঘটনায় গ্রেপ্তার একই গ্রামের তিন যুবক। ঘটনাটি ঘটেছে শালবনীর গড়মাল গ্রামে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ প্রায় ৩৫ বছর বয়সি মানসিক সমস্যায় ভোগা মহিলাকে দিনের পর গণধর্ষণ করে ওই এলাকারই তিন যুবক। ঘটনাটি ঘটেছে প্রায় ৬ মাস আগে। প্রথমে কিছু বুঝতে না পারলেও নির্যাতিতার শারীরিক সমস্যা দেখা দিতেই পরিবারের সদস্যরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখনই জানা যায়, মহিলা প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। বাড়ির লোকজনই নির্যাতিতার সঙ্গে বারবার কথা বলে জানতে পারেন তাঁকে এলাকার তিন যুবক লাগাতার গণধর্ষণ করেছে।
বিষয়টি জানার পরই পরিবারের পক্ষ থেকে পিড়াকাটা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। তারপরই বুধবার রাতে পুলিশ তিন অভিযুক্ত সোমনাথ সরেন, বিদ্যাচরণ মাহাতো ও রঞ্জন মাহাতোকে গ্রেপ্তারকে। আজ বৃহস্পতিবার অভিযুক্তদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্তে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.