Advertisement
Advertisement
Diamond Harbour

চায়ের দোকানে থেকে বেরিয়েই নদীতে ঝাঁপ মহিলার! তারপর…

তদন্ত শুরু করেছে পুলিশ।

A woman drown to death in Diamond Harbour

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 28, 2025 2:58 pm
  • Updated:May 28, 2025 2:58 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: চায়ের দোকানে বসে চা-বিস্কুট খেয়ে নদীতে মরণঝাঁপ মহিলার! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। কে ওই মহিলা? কেন মরণঝাঁপ? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকালে সাড়ে দশটা নাগাদ অজ্ঞাত পরিচয় এক মহিলা ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে মুক্তাঙ্গনের কাছে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখানে চা, বিস্কুটও খান তিনি। এরপর নদীর ধার ধরে হাঁটছিলেন। আচমকাই হাঁটতে হাঁটতে এগিয়ে যান বালির মোড়ের দিকে। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন নদীতে। স্থানীয়রা দেখা মাত্রই তাঁকে বাঁচানোর চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হুগলি নদীতে পড়ে স্রোতের টানে ভেসে যান ওই মহিলা। হাত তুলে বাঁচার চেষ্টাও করছিলেন তিনি। মহিলাকে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রাই ওই মহিলাকে নদী থেকে তুলে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ ওই মহিলাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই মহিলার নাম বা পরিচয় জানা যায়নি। মৃতার পরিচয় জানতে তাঁর ছবি-সহ আশপাশের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ