Advertisement
Advertisement
Higher Secondary Exam

‘বাবার স্বপ্ন পূরণ করতেই হবে’, পিতৃহারা হওয়ার পরদিনই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসল পড়ুয়া

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই ছাত্রের বাবা।

A student of duttapukur appeared in Higher Secondary Exam the day after father's death
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 8, 2025 7:23 pm
  • Updated:September 8, 2025 7:23 pm  

অর্ণব দাস, বারাসত: প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল সোমবার। পরীক্ষা শুরু ঠিক আগের দিনই আকাশ ভেঙে পড়েছিল দত্তপুকুরের ছাত্রের। মৃত্যু হয়েছিল বাবার। তা সত্ত্বেও মন শক্ত করে পরীক্ষা দিল পড়ুয়া। পরীক্ষার্থীর কথায়, “বাবার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে।”

Advertisement

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নিবাধুই এলাকার বাসিন্দা ওই ছাত্র। নাম তন্ময় নাগ। ওই ছাত্রের বাবা তপন নাগ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট-সহ একাধিক রোগে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। শেষ কয়েকদিন ভর্তি ছিলেন বারাসত মেডিক্যাল কলেজে। অসুস্থতা সত্ত্বেও ছেলেকে বরাবর পড়াশোনায় মন দিতে বলতেন তিনি। স্বপ্ন দেখতেন ছেলে সুপ্রতিষ্ঠিত হবে। রবিবার হাসপাতালেই মৃত্যু হয় তপনবাবুর।

তার ঠিক পরের দিন, অর্থাৎ সোমবার উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠে গেল তন্ময়।। বেরিয়ে সে বলে, “বাবা অসুস্থ ছিল। কিন্তু পরীক্ষার আগের দিন এভাবে মৃত্যু হবে ভাবতে পারিনি। গতকাল রাতে শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে বইয়ে একটু আধটু চোখ বুলিয়ে নিয়েছিলাম। পরীক্ষা দিলাম, কারণ বাবার স্বপ্ন আমাকে পূরণ করতে হবেই। জানি না কেমন ফল হবে।” তাঁর কাকা রতন নাগ বলেন, “এই কষ্ট মুখে বলার নয়। ভাইপোকে বলেছি, আমি তোর বাবার শূন্যস্থান পূরণ করব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement