ছবি: প্রতীকী
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের লালসার শিকার নাবালিকা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪। নির্যাতিতাকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পগরগনার ভাঙড়ের কাশীপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা। সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী। সেই কারণে নাবালিকার পরিবারের সদস্যরা তাকে পরিচারিকার কাজের জন্য ভাঙড়েরই চালতাবেড়িয়ায় পাঠায়। অভিযোগ, সেখানে বছর একান্নোর এক প্রৌঢ় ধর্ষণ করে নাবালিকাকে। পরবর্তীতে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় নাবালিকাকে। শুধু নয়, ওই প্রৌঢ়ের পাশাপাশি তার প্রতিবেশী দুই যুবক-সহ আরও ৩ জন ধর্ষণ (Rape) করে নাবালিকাকে।
এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। এরপরই বাড়িতে গোটা বিষয়টি জানায় নির্যাতিতা। গতকাল অর্থাৎ শনিবার ওই নাবালিকার মা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
উল্লেখ্য, ক্রমাগত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশ্যে আসছে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা। পুলিশি পদক্ষেপে বহু মামলায় অভিযুক্তরা শাস্তি পেয়েছে। কিছু ঘটনা এখনও বিচারাধীন। এ বিষয়ে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসনও। তা সত্ত্বেও ফের একই ঘটনা। ফলে প্রশ্ন উঠছে, রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.