Advertisement
Advertisement
Bagda

৮ বছরের শিশুকন্যাকে ডেকে নিয়ে ধর্ষণ! গ্রেপ্তার সত্তরোর্ধ্ব তৃণমূল নেতা

ধৃত বৃদ্ধ তৃণমূলের বুথ সভাপতি।

A minor girl allegedly physically harassed in Bagda

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 13, 2025 4:42 pm
  • Updated:April 13, 2025 4:42 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ তৃণমূল নেতার বিরুদ্ধে। জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ নির্যাতিতার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদায়।

Advertisement

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা ওই নাবালিকা। তার বাবা-মা একসঙ্গে একটি চায়ের দোকান চালান। গত বুধবার দুপুরে তাঁরা দোকানে ছিলেন। ফলে বাড়িতে একা ছিল নাবালিকা। সেই সুযোগকেই কাজে লাগায় ‘গুণধর’ বৃদ্ধ। তার নাম বিমল ঘোষ। সে এলাকার তৃণমূলের বুথ সভাপতি বলে খবর। অভিযোগ, সে শিশুকন্যাটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে য়ায়। সেখানেই তাকে ধর্ষণ করা হল বলে অভিযোগ। এমনকী কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু বলেনি খুদে। তবে তার আচরণে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

এক পর্যায়ে বাবা-মায়ের কাছে কেঁদে ফেলে খুদে। গোটা বিষয়টা জানায় সে। এরপর শনিবার রাতে নির্যাতিতার পরিবার বাগদা থানায় অভিযোগ দায়ের করে। গভীর রাতে অভিযুক্ত পুলিশ গ্রেপ্তার করে। তার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছন স্থানীয়রা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ