Advertisement
Advertisement
Canning

চোর সন্দেহে ক্যানিংয়ে পিটিয়ে খুন! সিসিটিভি-তে ধরা পড়ল মর্মান্তিক সেই দৃশ্য

ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন।

a man beaten to death in canning, cctv footage revealed the incident
Published by: Kousik Sinha
  • Posted:September 2, 2025 12:55 pm
  • Updated:September 2, 2025 12:55 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাত সকালে মর্মান্তিক ঘটনা। চোর সন্দেহে পিটিয়ে খুন! সিসিটিভি-তে ধরা পড়ল সেই দৃশ্য। মৃত যুবকের নাম শেখ জামির উদ্দিন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি রাজাপুর গ্রামে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় ক্যানিং থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাতসকালে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন।

Advertisement

পুলিশের অনুমান, মৃত ওই যুবকের বয়স ২৮-এর কাছাকাছি। মঙ্গলবার সকালে রক্তাক্ত অবস্থায় শেখ জামির উদ্দিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় ক্যানিং থানায়। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের বাড়ি জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে। কিন্তু ক্যানিংয়ে সে কী করতে দিয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ইতিমধ্যে ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক একেবারে নিথরভাবে পড়ে থাকা দেহের এক পা’য়ে দড়ি বেধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তার আগে পোস্টে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, করা হয় বাঁশ-পেটাও।

সিসিটিভিতে ধরা পড়ে সেই ভিডিও।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ”সকালে উঠে দেখলাম এক যুবক পড়ে রয়েছে। শুনলাম, চুরি করেছে সেই কারণেই পিটিয়ে মেরেছে।” তবে কোথায় চুরি করেছে সে বিষয়ে কিছু জানেন না বলেই জানান স্থানীয় ওই ব্যক্তি। শুধু তাই নয়, ওই ব্যক্তি জানিয়েছেন, ”আগে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। আতঙ্কে আছি।” ঘটনার পর এলাকায় পর্যাপ্ত পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement