Advertisement
Advertisement
Jalpaiguri

ঠাকুর দেখে দেরিতে বাড়ি ফেরায় বকুনি, রাগে মাকে এলোপাথাড়ি কোপ! ‘আত্মঘাতী’ তরুণী

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইনে।

A Jalpaiguri girl allegedly killed herself
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 11, 2024 1:48 pm
  • Updated:October 11, 2024 1:48 pm   

শান্তনু কর, জলপাইগুড়ি: প্রতিমা দর্শন করে দেরি করে বাড়ি ফেরা নিয়ে অশান্তি। যার পরিণতি হল ভয়ংকর। মাকে কুপিয়ে খুনের চেষ্টা তরুণীর। এর পর গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন নিজে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইনে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম তুহিনা রায়। জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইন এলাকার বাসিন্দা তিনি। দুর্গাপুজোর সপ্তমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তুহিনা। ফিরতে বেশ অনেকটা রাত হয়। তাতেই মায়ের সঙ্গে বচসা বাধে তরুণীর। কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে যা বিরাট আকার নেয়। তুহিনাকে মারধর করেন তাঁর মা। অভিযোগ, এর পরই মাকে এলোপাথাড়ি কোপান তুহিনা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান তুহিনা। এর পর নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মা ও মেয়ে দুজনকেই উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় তুহিনার। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা। পুজোর মাঝে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ