Advertisement
Advertisement

Breaking News

Hoogly

স্ত্রী রুশ গুপ্তচর! ছেলেকে ফেরত চেয়ে সুপ্রিম দরবারে হুগলির যুবক

সন্তানকে নিয়ে উধাও রাশিয়ান স্ত্রী।

A Hoogly man appeals at Supreme Court suspecting wife as Russian spy

স্ত্রী ও সন্তানের সঙ্গে সৈকত বসু।

Published by: Subhankar Patra
  • Posted:July 16, 2025 5:39 pm
  • Updated:July 16, 2025 9:01 pm  

সুমন করাতি, হুগলি: স্ত্রী রাশিয়ার গুপ্তচর! ছদ্মবেশে ছিলেন! বিয়ে করেছিলেন ভারতে। সন্তানকে নিয়ে নিখোঁজ তিনি। শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ সন্তানকে নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছেন তিনি। ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হুগলির যুবক। ঘটনা সামনে আসতেই শোরগোল এলাকায়।

Advertisement

চন্দননগরের বাসিন্দা সৈকত বসু। কর্মসূত্রে দীর্ঘদিন কাটিয়েছেন চিনে। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় রাশিয়ার ভিক্টোরিয়া জিগালিনার। তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ক্রমে প্রেম। পরে বিয়ে। তারপর দেশে ফিরে আসেন যুগল। তখনই সৈকত ও বসু পরিবার জানতে পারে ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’-র প্রাক্তন আধিকারিক। তাঁদের সন্দেহ ভিক্টোরিয়াও তাঁর বাবার মতো রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। 

সৈকতের দাবি, বিয়ের পর থেকে ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দিতেন থাকেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু সেই অনুরোধে বেঁকে বসেন। সৈকতের দাবি, তাতেই ভিক্টোরিয়া সন্তানকে শুধুমাত্র নিজের কাছে রাখার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান। সেই মামলা চলাকালীন হঠাৎই সন্তানকে নিয়ে উধাও হয়ে যান ভিক্টোরিয়া।

বসু পরিবারের আশঙ্কা, ভিক্টোরিয়ার পুত্রকে নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছেন। বিদেশ থেকে সন্তানকে ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সৈকতবাবু। বসু পরিবারের দাবি, দ্রুত বাড়ির সন্তানকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement