Advertisement
Advertisement
Siliguri

শিলিগুড়ির নামী স্কুলে খুদে পড়ুয়াকে যৌন হেনস্তা! অভিযুক্ত সাফাইকর্মী

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

A Cleaner Harrsed a Teen School Girl in Siliguri

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 29, 2025 1:20 pm
  • Updated:July 29, 2025 1:50 pm   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: স্কুলের মধ্যে তৃতীয় শ্রেণির পড়ুয়াকে যৌন হেনস্তা! অভিযোগের তীর স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার সকালে শিলিগুড়ির সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রধাননগর থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত সাফাইকর্মীকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। উত্তেজনার ফলে স্কুলের সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।

Advertisement

অভিভাবকদের অভিযোগ, সোমবার স্কুলের টিফিনের সময় ওই পড়ুয়া শৌচালয়ে গিয়েছিল। সেই সময় পাপ্পু বাঁশফোড় ওই সাফাইকর্মী তৃতীয় শ্রেণির পড়ুয়াকে যৌন হেনস্তা করে। অভিভাবকদের আরও অভিযোগ সোমবার স্কুলের মধ্যে এমন ঘটনা ঘটলেও স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মঙ্গলবার সকালে স্কুল শুরু হতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

A Cleaner Harrsed a Teen School Girl in Siliguri
স্কুলে বিক্ষোভ অভিভাবকদের।

স্কুলের প্রধান শিক্ষক রনবীর পুরকায়স্থ বলেন, “ওই সাফাইকর্মী গতকাল বাড়ি চলে গিয়েছিল। আজ সকালে ডিউটিতে আসার পরই তাঁকে আটক করা হয়। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর পরিবারের তরফে ইতিমধ্যেই প্রধাননগর থানায় বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ