Advertisement
Advertisement
Arabul

সাসপেন্ডের পর কাটেনি ২৪ ঘণ্টা! এবার খুনের চেষ্টার অভিযোগ দায়ের আরাবুলের বিরুদ্ধে

একই অভিযোগ দায়ের হয়েছে আরাবুলের ছেলের বিরুদ্ধেও।

A case of attempted murder has been filed against Arabul Islam and his son
Published by: Subhankar Patra
  • Posted:January 11, 2025 11:32 am
  • Updated:January 11, 2025 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার তৃণমূল থেকে ফের সাসপেন্ড করা হয়েছে তাঁকে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরাবুল ইসলাম ও পুত্র হাকিমুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। বিজয়গঞ্জ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড় ১ নম্বরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা।

Advertisement

আহছানের আরও অভিযোগ, বৃহস্পতিবার জমি জায়গার কাজের জন্য ভাঙড়-২ বিডিও অফিসে যান তিনি। সেই সময় আরাবুল ও তাঁর ছেলের মদতে তাঁর উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় প্রাক্তন বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই ঘটনায় তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয় বলে দাবি আহছানের।

উল্লেখ্য, ‘তাজা নেতা’  আরাবুলের বিরুদ্ধে এটা প্রথম কোনও অভিযোগ নয়। গত বছরের ফেব্রুয়ারি মাসে এক আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় আরাবুলকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। ৭মাস পর ছাড়া পান তিনি। এবার দলেরই এক নেতা আরাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।

শুক্রবার দলবিরোধী কাজের অভিযোগে ভাঙড়ের এই নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেও আরাবুলকে দল সাসপেন্ড করেছিল ৬ বছরের জন্য। পরে তা প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয়। গত পঞ্চায়েত ভোটে আরাবুল জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্যও হন। তবে সম্প্রতি তাঁর সঙ্গে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার চাপা দ্বন্দ্ব চলছিল। তা মাঝেমাঝে প্রকাশ্যেও আসে। এই বিষয়টিকে দল মোটেও ভালো চোখে দেখেনি। তারপরই সাসপেন্ড। এবার অভিযোগ দায়ের হল সপুত্র আরাবুলের বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement