Advertisement
Advertisement
Asansol

রাস্তা-নদী মিলেমিশে একাকার, জলের তোড়ে গাড়ি তলিয়ে আসানসোলে মৃত্যু চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে গিয়েছিল নদীতে। শুক্রবার রাতে সেই ঘটনা ঘটেছিল। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। সেই গাড়ি-সহ চালকের দেহ উদ্ধার হল শনিবার সকালে।

A car driver drowned in Asansol
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2024 9:06 am
  • Updated:August 3, 2024 10:27 am   

শেখর চন্দ্র, আসানসোল: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে গিয়েছিল নদীতে। শুক্রবার রাতে সেই ঘটনা ঘটেছিল। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। সেই গাড়ি-সহ চালকের দেহ উদ্ধার হল শনিবার সকালে।

Advertisement

আসানসোলের কল্যাণপুর হাউজিং সেতু পারাপার করতে গিয়ে নুনি নদীর জলে ডুবে যাওয়া গাড়ি সহ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ। শনিবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চঞ্চল বিশ্বাস(৫৯)। আসানসোলের ধাদকার সুগম পার্কের বাসিন্দা। এক বেসরকারি সংস্থার আধিকারিক ছিলেন তিনি। স্ত্রী নামি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা।

[আরও পড়ুন: রাজ্য সভাপতি হিসাবে ‘ঘরের ছেলে’ দিলীপই পছন্দ আরএসএসের, দিল্লি গেল নাম]

শুক্রবার সন্ধ্যায় নিজের কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় কল্যাণপুর হাউসিং সেতু উপর দিয়ে পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জলের স্রোতে নদীতে তলিয়ে যায়। রাতে গাড়ি সহ চালকের খোঁজ মেলেনি। এনডিআরএফের উদ্ধারকারী দল বোট নামিয়ে ১২ ঘন্টা পর তলিয়ে যাওয়া গাড়ি ও ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করল।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: বিয়ে নিয়ে পড়াশোনা! বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দেবে চিন, তুঙ্গে বিতর্ক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ