Advertisement
Advertisement
Nadia

পরিকল্পনামাফিক অ্যাসিড হামলায় খুন? চাপড়ায় ব্যক্তির রহস্যমৃত্যু

মৃতের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

A body found in Nadia

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:May 12, 2025 10:01 am
  • Updated:May 12, 2025 10:01 am   

সঞ্জিত ঘোষ, নদিয়া: পরিকল্পনামাফিক অ্যাসিড হামলায় খুন নাকি অন্য কিছু? মন্দিরের সামনে থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। নদিয়ার চাপড়া থানার দৈয়ের বাজার এলাকার ঘটনা। মৃতের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Advertisement

রবিবার সকালে একটি মন্দিরের সামনে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া। ঘটনাস্থলে পৌঁছে চাপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তপন ঘোষ। বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি নদিয়ার কোতোয়ালি থানার পারুল পাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তপনবাবু নিয়মিত মদ্যপান করতেন।

মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, তপনবাবুকে পরিকল্পনা করে অ্যাসিড দিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যথাযথ তদন্তের দাবি তোলা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, “ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবারের অভিযোগকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।”
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত খুন – তা নিয়ে জারি ধোঁয়াশা। আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার অপেক্ষায় পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ