Advertisement
Advertisement
Maldah

লুধিয়ানায় কাজ করতে গিয়ে গ্রেপ্তার মালদহের ৬ পরিযায়ী শ্রমিক, দুশ্চিন্তায় পরিবার

ঘটনায় উদ্বিগ্ন ওই ৬ পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।

6 migrant workers from Maldah arrested while working in Ludhiana

উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 16, 2025 5:41 pm
  • Updated:July 16, 2025 5:41 pm  

বাবুল হক, মালদহ: মালদহের চাঁচল থেকে কাজের জন্য পাঞ্জাবের লুধিয়ানায় গিয়েছিলেন ছ’জন। তাঁদের গ্রেপ্তার করল লুধিয়ানার পুলিশ। বর্তমানে তাঁরা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। ঘটনায় উদ্বিগ্ন ওই ৬ পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মালদহের চাঁচল ১ ব্লকের বেলপুকুরের ৬ জন পরিযায়ী শ্রমিক লুধিয়ানায় গিয়েছিলেন। জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি ও মুক্তার আলম নামে ওই ছ’জন লুধিয়ানার একটি হোটেলে কাজ করছিলেন। সেখানে মাংস কাটার সময় স্থানীয়রা তাঁদের গণধোলাই দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের গ্রেপ্তারির দাবি জানানো হয়। পরে পুলিশ বাংলার ওই ছয় পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে। ধৃতদের মারধর করা হয় বলেও অভিযোগ।

পরে তাঁদের আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। জুলাই মাসের শুরু থেকে ধৃতরা বন্দি আছেন বলে খবর। মালদহ থেকে তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ধৃতদের পক্ষে আদালতে মামলা লড়ার জন্য পুলিশের আইনজীবী ঠিক করা হয়েছিল বলে পরিবারের দাবি। অভিযোগ, মাথা পিছু ১০ হাজার টাকা করে নিয়েও কোনও আইনি সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছেন। বাড়ির একমাত্র রোজগেরে ভিনরাজ্যে বন্দি। সংসার চলবে কীভাবে? সেই দুশ্চিন্তাও ক্রমে বাড়ছে। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছে ওইসব অসহায় পরিবার। আজ, বুধবার পরিবারগুলিকে আশ্বাস দিতে বেলপুকুর গ্রামে গিয়েছিলেন মালদহ জেলা ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। তিনি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য পরিযায়ী শ্রমিক কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন। মালদহ জেলা প্রশাসনও তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement