Advertisement
Advertisement
Murshidabad

সরকারি সম্পত্তি চুরি করে পাচারের সময় পাকড়াও, মুর্শিদাবাদে গ্রেপ্তার ৬ দুষ্কৃতী

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

6 arrested in Murshidabad for stealing government property

গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীরা।

Published by: Suhrid Das
  • Posted:October 18, 2025 2:06 pm
  • Updated:October 18, 2025 2:06 pm   

অতুলচন্দ্র নাগ, ডোমকল: জল জীবন মিশন প্রকল্পের ৪৩টি ডিআই লোহার পাইপ চুরি হয়েছিল। সেই ঘটনার দ্রুত তদন্তে নেমে পুলিশ সাফল্য পেল। গ্রেপ্তার করা হল ৬ দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া পাইপগুলি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরে। শুক্রবার রাতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জল জীবন মিশন প্রকল্পের ওই পাইপভর্তি লরি ইসলামপুর হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল। তার পিছনেই ছিল একটি চারচাকার গাড়ি। ইসলামপুর বাসস্ট্যান্ডের কাছে গতকাল, শুক্রবার রাতে পুলিশের পেট্রোলিং টিম রাস্তায় টহল দিচ্ছিল। পুলিশ কর্মীদের লরিটিকে দেখে সন্দেহ হয়। লরি ও ওই চার চাকা গাড়ি দু’টিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা ওই ব্যক্তিদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাঁদের চাপ দিতেই আসল কথা বেরিয়ে পড়ে।

6 arrested in Murshidabad for stealing government property
উদ্ধার হওয়া সেই পাইপ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কসবা গোয়াস জল সরবরাহ প্রকল্প (জল জীবন মিশন, মুর্শিদাবাদ বিভাগ–১) থেকে এই লোহার পাইপগুলি চুরি করে নিয়ে যাচ্ছিল। ওই পাইপগুলি সরকারি নির্মাণের কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। এরপরেই ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম তাজ মহম্মদ, জাহাঙ্গির আলম, শরিফুল আলি, মঙ্গল হালদার, সাইনুর জামান, আনারুল মিয়া। ওই পাইপ চুরি করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত? সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

চুরি যাওয়া পাইপ এবং দুটি গাড়ি হেফাজতে নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। আরও সরকারি সম্পত্তি কি এভাবেই করেছে এই দল, তেমনই মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেসব সরকারি সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলছে। আজ, শনিবার ধৃতদের আদালতে তোলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ