Advertisement
Advertisement
Bardhaman

মহালয়ায় ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে, টোটো-চারচাকার সংঘর্ষে গুরুতর আহত ৫, আশঙ্কজনক ১ 

ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

5 seriously injured in Toto-four-wheeler collision in Bardhaman

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 21, 2025 2:25 pm
  • Updated:September 21, 2025 2:28 pm   

অর্ক দে, বর্ধমান: মহালয়ার সকালে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে। শহরের রথতলা এলাকায় জাতীয় সড়কে টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষ। আহত ৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Advertisement

রবিবার সকালে রথতলা এলাকায় জাতীয় সড়কে ছিল টোটটি। সেই সময় কলকাতামুখী চারচাকা গাড়ি তীব্র গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে ধাক্কা মারে। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি ঘটলে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করেছেন  চিকিৎসকরা। বাকিরা বর্ধমান মেডিক্যাল হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ ভিড় জমান এলাকায়। যানজট তৈরি হয় জাতীয় সড়কে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে উদ্ধার করেছে পুলিশ।

পুজোর আগেই বেপরোয়া যানচলাচল নিয়ে প্রশ্ন উঠছে। তাছাড়াও আইন অনুযায়ী জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তা সত্ত্বেও কী করে এই তিনচাকার যানটি জাতীয় সড়কে উঠলো? তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ