ফাইল ছবি
সুব্রত বিশ্বাস: টানা আড়াই দিন বাতিল বহু লোকাল ট্রেন। অনিয়মিত চলবে বেশকিছু ট্রেন। কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হবে। যার জেরে বিপাকে পড়তে চলেছেন রানাঘাট-কৃষ্ণনগর শাখায় নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রিমডেলিং এবং নন ইন্টার লকিংয়ের কাজ চলবে। তাই একটানা ৫৬ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার সকাল দশটা থেকে রবিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। এই সময়ের মধ্যে ওই শাখার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ৪৬টি ট্রেন বাতিল থাকবে। জেনে নিন, কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে।
বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে শুক্রবারের তিন জোড়া শান্তিপুর লোকাল। শনিবার সাত জোড়া শিয়ালদহ-শান্তিপুর, দু’জোড়া রানাঘাট-শান্তিপুর, দু’জোড়া রানাঘাট-কৃষ্ণনগর লোকাল ও একজোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাতিল হবে। রবিবার চারজোড়া শিয়ালদহ-শান্তিপুর, দুজোড়া রানাগাট-শান্তিপুর, দু’জোড়া রানাঘাট-কৃষ্ণনগর বাতিল থাকবে। এছাড়া বেশ কিছু ট্রেন অনিয়মিত সময়ে চলবে। আরও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই ৫৬ ঘণ্টা ধরে ট্রেন বাতিল থাকায় চাপে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। যার জেরে চিন্তায় তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.