Advertisement
Advertisement
Alipurduar

তোর্সা-রায়ডাক ভাসিয়েছে বিস্তীর্ণ এলাকা! প্রাকৃতিক বিপর্যয়ে আলিপুরদুয়ারে ভেঙেছে ৩০০ বাড়ি

মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্টও জমা পড়েছে বলে খবর।

300 houses destroyed in Alipurduar due to natural disaster
Published by: Suhrid Das
  • Posted:October 13, 2025 10:50 pm
  • Updated:October 13, 2025 10:50 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: নিম্নচাপের বৃষ্টি ও হড়পা বানে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবারের বিপর্যয়ে আলিপুরদুয়ারের  বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির সামগ্রিক রিপোর্টও জমা পড়েছে বলে খবর। জেলায় ৩০০ বাড়ি ভেঙে গিয়েছে। এর মধ্যে প্রায় ১০০ বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়া আলিপুরদুয়ার জেলা প্রশাসনের দেওয়া রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

Advertisement

এছাড়াও জেলায় ১৫ টি জায়গায় ১৬ কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, জেলায় মূলত তোর্সা ও রায়ডাক এই দুই নদী কার্যত তাণ্ডব চালিয়েছে। তোর্সার জলে আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমার ১ ও শালকুমার ২ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রায়ডাক নদীর জলে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম ও ভলকা ও বারোবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়া রিপোর্টে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের ২৬২ টি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা উত্তরবঙ্গে ব্রিজ কালভার্ট মিলিয়ে ৫১টি নির্মাণ ক্ষতিগ্রস্ত। তবে সেসব নির্মাণ ঠিক করার কাজ শুরু হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গে ৪৫০০ কিলোলিটার জল সরবরাহ করা হয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষ জলের পাউচ বিলি করা হয়েছে। বিভিন্ন এলাকায় ৬০০ কুইন্টাল আলু বিতরণ করা হয়েছে। ১৪৬ টি সুফল বাংলার স্টল চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়া এই রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানিয়েছে, জেলার সামগ্রিক ক্ষয়ক্ষতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। সেই মতো বিভিন্ন রকম কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত ঘরের মালিকদের স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে সাহায্য করা হবে। বাংলার বাড়ি প্রকল্পে ঘরের টাকা দেওয়া হবে। রবিবার হাসিমারাতে নীলপাড়া কমিউনিটি হলে রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিটিংয়ে উত্তরবঙ্গের সামগ্রিক রিপোর্ট নেন তিনি। সেই রিপোর্ট পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী সর্বত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ