Advertisement
Advertisement
Jalpaiguri

কালীপুজোর দিন সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তঃসত্ত্বা-সহ তিন

আবার জাতীয় সড়কে দুর্ঘটনা।

3 died in accident in Jalpaiguri

১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:October 31, 2024 2:00 pm
  • Updated:October 31, 2024 2:24 pm   

অরূপ বসাক, মালবাজার: আবার জাতীয় সড়কে দুর্ঘটনা। কালীপুজোর দিন সাতসকালে দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা-সহ তিনজনের। আহত আরও দুজন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির মালবাজার ও চালসার মাঝে সাতখাইয়া এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কে।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে বানারাহাটের লক্ষ্মীপাড়া চাবাগানের এক অন্তঃসত্ত্বাকে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসছিল বাড়ির লোকজন। চালসা পার করে সাতখাইয়া এলাকায় চারচাকা গাড়িটি পৌঁছতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মালবাজারের দিক থেকে আসা কাগজবোঝাই গাড়ি মুখোমুখি ধাক্কা মারে চারচাকাটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা-সহ তিনজনের। হাসপাতালে বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার ও মেটেলি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করেছে মেটেলি থানার পুলিশ। পাশাপাশি গাড়ি দুটি আটক করেছে মালবাজার থানার পুলিশ। এই দুর্ঘটনায় দীপাবলির দিন শোকের ছায়া লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ