Advertisement
Advertisement
Amarbag

ঘুরতে নিয়ে যাওয়ার ছলে তরুণীকে গাড়িতে গণধর্ষণের অভিযোগ, আরামবাগে ধৃত ৩

আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

3 arrested in Arambagh for allegedly physical assault young woman in car

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:July 19, 2025 6:18 pm
  • Updated:July 19, 2025 6:18 pm   

সুমন করাতি, হুগলি: ফেসবুকে পরিচিত বন্ধুর কথায় গাড়ি করে ঘুরতে গিয়েছিল তরুণী। পথেই মদ খাইয়ে গাড়ির মধ্যে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যদিও অভিযুক্তদের দাবি, মিথ্যা অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় কেনাকাটা করতে বেরিয়েছিল দুই বোন। দিদির সঙ্গে ফেসবুকে বন্ধু হিসেবে পরিচয় হয়েছিল মারুফুদ্দিন নামে এক যুবকের। সেদিন বিকেলে তরুণীর সঙ্গে ওই যুবকের দেখা হয়েছিল। ওই যুবকের সঙ্গে অপর তিন বন্ধুও ছিল। তাঁরা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। দুই বোনকেও তাঁদের সঙ্গে ঘুরতে যেতে বলা হয়েছিল। প্রথমে আপত্তি জানালেও পরে গাড়ি করে দুই বোন তাঁদের সঙ্গে যায়। রাত হয়ে গেলেও কোনও দুই মেয়ের কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। আরামবাগ থানার পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার।

ঘটনার কথা শুনে তড়িঘড়ি পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। দুই বোনের মোবাইল ফোনের লোকেশন ট্রেস করা হয়। দেখা যায়, পূর্ব পূর্ব বর্ধমানের একলক্ষ্মী এলাকায় মোবাইলের লোকেশন দেখাচ্ছে। এরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দুই বোনকে উদ্ধার করা হয়। তখনই জানা যায়, দুই বোনের উপরেই গাড়ির মধ্যে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বড়বোনকে গাড়ির মধ্যেই মদ খাইয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছোটবোনকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে আরামবাগ থানায় দুই বোনের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তিন অভিযুক্তকে আরামবাগের নৈসরাই থেকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম শেখ সুমন আলি, হাফিজুল মল্লিক ও শেখ ফারুকউদ্দিন। পলাতক মারুফুদ্দিনের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের দাবি করে, দুই বোন লক্ষাধিক টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ