Advertisement
Advertisement
Murshidabad

বাঁকুড়ার ভোটার তালিকায় নাম ২৮ জন মৃতের! ডোমকলে একই ভোটারের নাম একাধিক বুথে

আগামী দিনে আরও একাধিক গরমিলের আশঙ্কা করছেন নেতৃত্ব।

28 dead people in Bankura voter list! Same voter's name in multiple booths in Domkal

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:March 10, 2025 3:38 pm
  • Updated:March 10, 2025 3:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে ক্রমে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জায়গায় ভূতুড়ে ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে। ভোটার লিস্ট নিয়ে এলাকায় ঘুরছেন তৃণমূলের মন্ত্রী-নেতা, কর্মীরা। সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় একাধিক গরমিল দেখা গিয়েছে।

Advertisement

বাঁকুড়া শহরে বাড়ি বাড়ি ঘুরছিলেন তৃণমূলের লোকজন। সেখানেই দেখা যায় মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায়। একজন, দু’জনের নয়। মোট ২৮ জন মৃত ব্যক্তির নাম পাওয়া গিয়েছে তালিকায়। সেই বিষয়গুলিকে চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে আরও একাধিক গরমিল সামনে আসতে পারে। সেই আশঙ্কাও করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার বাগদাতেও ভূতুড়ে ভোটারের সন্ধান মিলেছে। বাগদায় ১৩ টি বুথে ৪১৮ জন ভূতুড়ে ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। আরও একাধিক জায়গার তালিকায় বিভ্রাট দেখা যাবে। সেই কথা আন্দাজ করছেন স্থানীয় নেতৃত্ব।

এদিকে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভিপতির নাম পাওয়া গিয়েছে একই বিধানসভার দুই জায়গায়। ডোমকলের সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার নাম রয়েছে বর্তমান বাসস্থান কলাবেড়িয়ার ৭২১ নম্বর সিরিয়ালে। অন্য নামটি রয়েছে গ্রামের বাড়ি বেনিয়াখালির বুথের ২২৬ নম্বর সিরিয়ালে। তৃণমূলের সারাংপুর অঞ্চল সভাপতি বাসির মোল্লার প্রশ্ন “বিরোধীরা কী করছি্লেন এত দিন! ওরা জানে দীর্ঘদিন ধরে আমি বেনিয়াখালিতে থাকি না। অভিযোগ দিয়ে কেন তাঁরা নাম কাটাননি?” ওই কথার উত্তরে সিপিএমের ডোমকল এড়িয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা বলেন, “আমরা বারবার অভিযোগ করেছি। কিন্তু নাম বাদ দেওয়া হয়নি।”

জলঙ্গির ঘোষপাড়াতেও একইভাবে সাবিনা বানু নামে এক মহিলার নাম দুই জায়গায় পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একই ভোটার তালিকার ৩৩৫ নম্বরে নাম রয়েছে সাবিনা বানুর। পিতার নাম সাইফুল ইসলাম মোল্লা। তালিকার ৩৬০ নম্বর সিরিয়ালে নাম রয়েছে সাবিনা বানুর স্বামীর নাম রবিউল ইসলাম। একই মহিলার নাম দুই জায়গায় কী করে হল? জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি জানিয়েছেন, বিষয়টি কমিশনকে জানানো হবে।

‘ভুতুড়ে’ ভোটার নিয়ে দিল্লিতে আরও চাপ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী ৩ মাসের মধ্যে সরানো হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বিষয়েই এবার জাতীয় নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জন সাংসদ আগামিকাল মঙ্গলবার বিকেলে দেখা করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে।

 

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ