Advertisement
Advertisement
Mahishadal

মহিষাদলে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ২ পুলিশকর্মীর

১১৬ নম্বর জাতীয় সড়কের উপর মহিষাদল থানার পুলিশের টহলদারি চলছিল।

2 policemen killed in lorry collision in Mahishadal

আটক করা হয়েছে ঘাতক লরিটিকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 2, 2025 10:19 am
  • Updated:July 2, 2025 10:26 am  

রঞ্জন মাইতি, কাঁথি: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গাড়ুঘাটা এলাকায়। দুর্ঘটনায় মারা গিয়েছেন মহিষাদল থানার মেজোবাবু জয়ন্ত ঘোষাল। অন্য পুলিশকর্মীর নাম শেখ সাহানার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর মহিষাদল থানার পুলিশের টহলদারি চলছিল। গাড়ির মধ্যে ছিলেন মেজোবাবু জয়ন্ত ঘোষাল, শেখ সাহানার-সহ আরও একজন পুলিশকর্মী। গভীর রাতে একটি লরি গিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের ওই গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে পুলিশের গাড়িটি রাস্তার ধারে থাকা নয়ানজুলিতে পড়ে যায়। বর্ষাকালের জন্য নয়ানজুলিতে জলও জমেছিল বলে খবর।

এত দ্রুত ঘটনাটি ঘটে, যে পুলিশকর্মীরা গাড়ি থেকে বেরনোর সুযোগ পর্যন্ত পাননি। দুর্ঘটনার জোরালো আওয়াজে আশপাশ থেকে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। সেই গভীর রাতেই ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য-সহ অন্যান্য আধিকারিকরা। গাড়ির ভিতর থেকে ওই পুলিশকর্মীদের বার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কর্মরত চিকিৎসকরা জয়ন্ত ঘোষাল ও শেখ সাহানারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

ঘাতক লরিটি ও তার চালককে আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল? চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? নাকি দ্রুতগতিতে চালানোর জন্য লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে? নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে? সেটি খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিক-সহ দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকের ছায়া জেলা পুলিশ মহলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement