প্রতীকী ছবি
সুরজিত দেব, ডায়মন্ড হারবার: ডোবার পাশেই খেলা করছিল দুই শিশু। খেলার সময় অসতর্ক হয়ে ওই ডোবাতে পড়েই জলে ডুবে মৃত্যু হল দু’জনের। বিশ্বকর্মা পুজোর দুপুরে মর্মান্তিক এই মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
ঠিক কী হয়েছিল এদিন? কাকদ্বীপের মুড়িগঙ্গার কাছের এলাকাতেই বাড়ি ওই দুই নাবালকের। একজনের ১০ ও অন্যজনের ৮ বছর বয়স। একই এলাকার বাসিন্দা হওয়ায় দুজনের গলায় গলায় বন্ধুত্ব। মুড়িগঙ্গা নদী ড্রেজিং করে বালি ও পলি লট নম্বর আটের ওই তিন ও চার নম্বর জেটির মাঝখানে নদীর চরে জমা করা হয়। বালি ও মাটি তোলার জন্য কয়েকটি ডোবা তৈরি হয়েছিল। এদিন দুপুরে দুই নাবালক ওই এলাকাতেই খেলছিল। সেসময়ই ওই দু’জন ডোবার জলে পড়ে যায়। সাঁতার না জানায় কিছু সময়ের ডুবে যায় দু’জনে।
দু’জনকে অনেকক্ষণ দেখতে না পেয়ে ওই এলাকায় স্থানীয়রা হাজির হয়। খোঁজাখুঁজি করতেই কিছু সময়ের মধ্যে ওই দুই নাবালককে ডোবার মধ্যে পাওয়া যায়। তাদের দ্রুত উদ্ধার করে দ্রুত কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া প্রতিবেশীদের মধ্যে। মৃত্যুর খবরে দুই পরিবারে কান্নার রোল উঠেছে। এভাবে বালি, মাটি তোলায় তৈরি হওয়া গর্ত বোঝানো হয় না বলে অভিযোগ। ফের বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.