Advertisement
Advertisement
Basirhat

বাংলা বলার ‘অপরাধে’ আটক! হরিয়ানায় ‘নির্যাতনে’র শিকার বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বাড়িতে একাকী বৃদ্ধা মা কেঁদেই চলেছেন।

2 migrant workers from Basirhat subjected to 'torture' in Haryana

দুশ্চিন্তায় বৃদ্ধা মা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 1, 2025 9:55 pm
  • Updated:September 1, 2025 9:55 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ‘অত্যাচারে’র অভিযোগ। বাংলায় কথা বলার ‘অপরাধে’ দুই ভাইকে আটকে রাখা হয়েছে! এবার কাঠগড়ায় বিজেপিশাসিত রাজ্য হরিয়ানা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা সম্পর্কে দুই ভাই রুবিকুল আলি ও জাফর আলি। ক্যাটারিংয়ের কাজ করতে তাঁরা দু’জনেই হরিয়ানায় গিয়েছিলেন দু’মাস আগে। সেখানেই তাঁরা থাকছিলেন। গত এক সপ্তাহ আগে দুই ভাইকে হরিয়ানা পুলিশ ধরে নিয়ে গিয়েছে বলে অভিযোগ।

Advertisement

বাড়িতে তাঁদের বৃদ্ধা মা তসলিমা বিবি রয়েছেন। টাকা উপার্জনের জন্যই তাঁরা দু’জনে ভিনরাজ্যে গিয়েছিলেন। তাঁদের উপার্জিত অর্থ বসিরহাটে মায়ের কাছে পাঠাতেন। সেই টাকাতেই বৃদ্ধার দিন গুজরান হয়। দুই ছেলে হরিয়ানা পুলিশের হাতে আটক হওয়ায় প্রবল দুশ্চিন্তায় তসলিমা বিবি। তিনি জানিয়েছেন, এক সপ্তাহ আগে পর্যন্ত ছেলেদের সঙ্গে নিয়মিত কথা হত। সেখানে ছেলেরা বাংলাতেই কথা বলেন। অভিযোগ, গত সাতদিন আগে হরিয়ানা পুলিশ দুই ভাইকে পাকড়াও করে নিয়ে যায়। বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশকে আধার, ভোটার কার্ড দেখালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

বৃদ্ধা মায়ের অভিযোগ, পুলিশ আটক করার পর একবারই দুই ছেলের সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। তারপর থেকে আর ছেলেদের সঙ্গে কথা হয়নি! দুই ছেলে কোথায় আছে, কী হচ্ছে কিছুই বুঝতে পারছেন না বৃদ্ধা। ঘটনা জানার পর থেকেই কেঁদে চলেছেন বৃদ্ধা। তসলিমার দাবি, তাঁর দুই সন্তানকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক। সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক দুই ছেলে। এদিকে ঘটনার কথা জানাজানি হতে দুশ্চিন্তায় রয়েছেন প্রতিবেশীরাও। তাঁরা চাইছেন, প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ