প্রতীকী ছবি
বাবুল হক, মালদহ: লরির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মালদহে। প্রাণ গেল মা ও মেয়ের। লক্ষ্মীপুজোর দিন ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদহের গাজোল থানার বারডাঙা এলাকায়। বেপরোয়া লরির ধাক্কায় উলটে যায় টোটোটি। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়েছিলেন তিনজন। হাসপাতালে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল কাজলি সরকার এবং তাঁর মেয়ে রীতা সরকার। মৃতদের বাড়ি চ্যাংড়াবেরা। জানা গিয়েছে, লক্ষ্মীপূজো উপলক্ষে আত্মীয়ের বাড়ি থেকে টোটো করে নিজের বাড়ি ফিরছিলেন দুজনে। টোটোতে মোট পাঁচজন ছিলেন। গাজোল থানার বারডাঙ্গা এলাকায় বেপরোয়া একটি লরি ধাক্কা মারে টোটোটিতে।
দুর্ঘটনায় আহত হন তিনজন। জখমদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় মা ও মেয়ের। লক্ষ্মীপুজোর দিন পথ দুর্ঘটনায় জোড়া মৃত্যুতে শোকের ছায়া মালদহে।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বুড়ামালা বাজার এলাকায় সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় প্রাণ গিয়েছেন মোট ৬ জনের। জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে তাতে ফুল তুলছিলেন ব্যবসায়ীরা। অন্তত ১৫ জন ছিলেন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই লরি চলে আসে। ধাক্কা মারে ওই ব্যবসায়ীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.