স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: পুজোর ঢাকে কাঠি পড়তে আর কিছুদিন বাকি। তার আগেই সুখবর। সোমবার ‘গ্রিন করিডর’ ধরে আলিপুর চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারি পার্কে পৌঁছে গেল ১৮টি নতুন প্রাণী।
যার মধ্যে রয়েছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার দম্পতি, দু’টি পুরুষ বুনো কুকুর, দু’জোড়া পেইন্টেড স্টর্ক, এক জোড়া স্পুন বিল পাখি, এক জোড়া স্ত্রী ঘড়িয়াল ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। এখানেই শেষ নয়। পুজোয় বেঙ্গল সাফারি পার্ককে ঢেলে সাজাতে প্রায় চার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে এবার পুজোর ছুটিতে নতুন সাজের বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথিদের দেখার সুযোগ পাবেন পর্যটকরা।
জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা থেকে অতিথিদের ‘গ্রিন করিডর’ করে তিনটে অ্যাম্বুল্যান্সে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে। ১৭ ঘণ্টার যাত্রাপথ। বন্যপ্রাণীদের দেখভালের জন্য বেঙ্গল সাফারি পার্ক থেকে পাঠানো হয়েছিল প্রাণী বিশেষজ্ঞ, পশু চিকিৎসক ও বন আধিকারিকদের একটি বিশেষ দল।
প্রতি ঘণ্টায় প্রাণীগুলোর স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, “সাফারি পার্কে তিনটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছিল। কিন্তু তাদের মধ্যে প্রজনন না হওয়ায় নতুন সঙ্গিনী আনার উদ্যোগ নেয় রাজ্য বনদপ্তর। সব মিলিয়ে বেঙ্গল সাফারি পার্কে ভল্লুকের সংখ্যা বেড়ে হল পাঁচ। এছাড়াও সাফারি পার্কে তিনটে ঘড়িয়াল ছিল। একটি পুরুষ এবং দুটো স্ত্রী। এবার আলিপুর থেকে আনা হয়েছে একজোড়া নতুন স্ত্রী ঘড়িয়াল। ফলে ঘড়িয়ালের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। তবে এই প্রথম ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ অর্থাৎ বুনো কুকুর, পেইন্টেড স্টর্ক, স্পুন বিল পাখি ও গ্রিন ইগুয়ানা দেখার সুযোগ পাবেন পর্যটকরা।”
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, যে ১৮টি নতুন প্রাণী বেঙ্গল সাফারিতে আনা হয়েছে, প্রত্যেকে সুস্থ আছে। কয়েকদিন পর্যবেক্ষণে রেখে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর পর পর্যটকদের সামনে আনা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.