Advertisement
Advertisement

২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১২, একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা দেড়শোরও বেশি

২৪ ঘণ্টায় ছাড়া পেলেন ৫১৮ জন।

158 people tested corona positive in last 24 hours in Kolkata

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 14, 2020 7:52 pm
  • Updated:June 14, 2020 7:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় মৃত্যুর হারের চেয়ে সংক্রমণের হার বেশি। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েও বহু মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তাই করোনা নিয়ে আতঙ্কিত হতে সর্বদাই বারণ করছেন চিকিৎসকরা। আর রবিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান দেখে রাজ্যবাসী সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। কারণ গত বেশ কয়েকদিনে এই প্রথম বাংলার ছবিটা ইতিবাচক। কারণ এদিন সংক্রমিতের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যাটা অনেকখানি বেশি।

Advertisement

শনিবার যেখানে একদিনে সংক্রমণের সংখ্যা ছিল ৪৫৪ জন, সেখানে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ৮৭। তবে ইতিবাচক বিষয় হল এদিন অ্যাকটিভ কেসের সংখ্যা মাইনাস ১৪১। বর্তমানে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ৫ হাজার ৫৫২ জন। যদিও কলকাতার ছবিটা বিশেষ সুখকর নয়। শহরে ২৪ ঘণ্টায় ১৫৮ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। রাজ্যে সংক্রমিত সংখ্যা ১১ হাজারের গণ্ডি পার করলেও আশার আলো দেখাচ্ছে সুস্থ হওয়ার মাত্রা।

[আরও পড়ুন: নিয়ম ভেঙে বিভূতিভূষণ অভয়ারণ্যে পিকনিক তৃণমূলের, স্থানীয়দের বিক্ষোভে উত্তাল এলাকা]

২৪ ঘণ্টায় ৫১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫,০৬০ জন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার হার ৪৫.৬৩ শতাংশ। করোনার চোখ রাঙানি উপেক্ষা করেই কাজে বেরতে হচ্ছে সাধারণ মানুষকে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার তাগিদে খুলে গিয়েছে শপিং মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান। তবে প্রতিনিয়ত রয়েছে সংক্রমণের ভয়। এমন পরিস্থিতিতে রাজ্যের বাড়তে থাকা করোনাজয়ীদের সংখ্যাই যেন সাহস জোগাচ্ছে ঘুরে দাঁড়ানোর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১২ জন। যার মধ্যে ছয় জন কলকাতার। স্বাস্থ্যদপ্তর নয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪৭৫ জন COVID-19 রোগীর মৃত্যু হয়েছে। করোনা রুখতে বেশ কিছু পদক্ষেপের পাশাপাশি নিয়মিত চলছে নমুনা পরীক্ষাও। এদিনের প্রকাশিত বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায় টেস্ট হল ৯,০২৬ জনের। এখনও অবধি মোট ৩ লক্ষ ৩৩ হাজার ৭৩৩টি স্যাম্পেল টেস্ট হয়েছে। 

[আরও পড়ুন: ভক্তদের আনাগোনায় সংক্রমণের আশঙ্কা, এখনই খুলছে না তারাপীঠ মন্দির]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ