Advertisement
Advertisement
North Bengal Express

উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে ১১০ কিলো গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০ যাত্রী

আটক হওয়া ওই গাঁজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।

110 kg contraband recovered from North Bengal Express, 10 passengers arrested
Published by: Suhrid Das
  • Posted:July 18, 2025 9:20 pm
  • Updated:July 18, 2025 9:20 pm  

সুব্রত বিশ্বাস: উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করে পাচার হচ্ছিল গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। আর তাতেই মিলল সাফল্য। মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার হল। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১০ জনকে। আটক হওয়া ওই গাঁজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।

Advertisement

জানা গিয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করে ওই বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় নিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে সেই কথা জানতে পারে পুলিশ। ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেসময় আট মহিলা ও দুই পুরুষ যাত্রী ট্রেন থেকে রাস্তায় হাঁটতে শুরু করেন। সন্দেহ হওয়ায় দক্ষিণেশ্বর থানার পুলিশ তাদের পাকড়াও করে। ধৃতদের থেকে উদ্ধার হয় একাধিক প্যাকেট। সেই প্যাকেট খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে গাঁজা। এরপরই ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার একই ট্রেনে বিধাননগরে এসে দুই যাত্রী ব‌্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব‌্যাগেও কয়েক কেজি গাঁজা ছিল বলে অভিযোগ। মঙ্গলবার দক্ষিণেশ্বরে একই ট্রেনে আসা পাচারকারীদের থেকে পঞ্চাশ কিলো গাঁজা উদ্ধার হয়। উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বারবার গাঁজা উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে নারকোটিক বিভাগ। দক্ষিণেশ্বর ও বিধাননগর দিয়ে দেদার গাঁজা শহরে ঢুকছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। মূলত উত্তরবঙ্গ থেকে গাঁজা ওই ট্রেনে দক্ষিণবঙ্গে আসছে। পাশাপাশি কঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন‌্যা এক্সপ্রেসেও এই গাঁজা পাচার হয় বলে নারকোটিক বিভাগ সূত্রে খবর।

অন্যদিলে, মেদিনীপুর থেকে হুগলিতে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। তার কাছ থেকে ১২ কিলো গাঁজা আটক করেছে বেলুড় জিআরপি। রেল পুলিশ জানিয়েছে, মেদিনীপুর গড়বেতা থেকে বাসে গাঁজা নিয়ে বালি হল্টে আসেন অশোকনগরের বাসিন্দা বাপি দাস। আপ ব‌্যান্ডেল লোকাল ধরে কোন্নগর যাওয়ার পথে বালিতে সন্দেহজনকভাবে আটক করে জিআরপি কর্মীরা। তার কাছের পিট্টু ব‌্যাগ থেকে বারো কিলো গাঁজা পাওয়া যায়। আটক হওয়া গাঁজার মূল্য আনুমানিক এক লক্ষ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত চেকিংয়ের ভয়ে ট্রেনে না গিয়ে বাসে বালি গিয়ে ট্রেন ধরে এই পাচারের কাজ চালাত বাপি। এমনই কথা জানিয়েছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement