Advertisement
Advertisement
Domkal

অভিযানে মিলল সাফল্য, ডোমকলে ১০২ রাউন্ড কার্তুজ-অস্ত্র উদ্ধার! গ্রেপ্তার পাচারকারী

মুঙ্গের থেকে কি এই অস্ত্র-কার্তুজ রাজ্যে ঢুকেছে?

102 rounds cartridge and weapons recovered in Domkal, smuggler arrested

সাংবাদিকদের মুখোমুখি পুলিশ আধিকারিকরা।

Published by: Suhrid Das
  • Posted:July 28, 2025 6:33 pm
  • Updated:July 28, 2025 6:33 pm   

অতুলচন্দ্র নাগ, ডোমকল: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার হল সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র ও একশোর বেশি কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম আশরাফুল মণ্ডল ওরফে উর্দু ইসলাম। তাঁর বাড়ি ডোমকলের যুগিন্দা মালোপাড়া এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে জঙ্গি ঢোকার আশঙ্কা করেছেন। পুলিশ-প্রশাসনকে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের একাধিক এলাকা থেকে অতীতেও বিপুল পরিমাণে অস্ত্র, কার্তুজ উদ্ধার হয়েছে। ফের কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।

Advertisement

রবিবার রাতে ডোমকল থানার পুলিশের কাছে গোপন সূত্রে অস্ত্রপাচারের খবর আসে। সেই মতো রবিবার গভীর রাতে ডোমকলের ঝাউবাড়িয়া মহরমতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। দেখা যায় এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে যাচ্ছেন। জেরা করতেই অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি। এরপরই তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে অস্ত্র ও কার্তুজ। গ্রেপ্তার করা হয় আশরাফুল মণ্ডল ওরফে উর্দু ইসলামকে। অভিযানে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক সেমি অটোমেটিক সেভেন এমএম পিস্তল ও ১০২ রাউন্ড কার্তুজ। কার্তুজগুলির মধ্যে চারটি অটোমেটিক সেভেন এমএম পিস্তলের। বাকিগুলি ১২ বোরের তাজা কার্তুজ।

ধৃত ব্যক্তি ওই অস্ত্র ও কার্তুজ পাচার করছিলেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বিহারের মুঙ্গের থেকে কি এই অস্ত্র-কার্তুজ রাজ্যে ঢুকেছে? নাকি বাংলাদেশ থেকে এগুলি আনা হয়েছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এইসব? সেই প্রশ্ন উঠেছে। অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। আজ সোমবার ধৃতকে আদালতে তোলা হয়।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ