সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের বাংলাদেশে নয়া সমীকরণের ইঙ্গিত নিয়ে এলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। শনিবার দুপুরেই ২ দিনের সফরে তিনি ঢাকা পৌঁছন। সূত্রের খবর, সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও বিদেশমন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবেন পাক বিদেশমন্ত্রী। তাঁর দু’দিনের সফরে অন্তত ৬ টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। এর আগে ২০১২ সালে শেষ পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশে ঝটিকা সফরে গিয়ে সাক্ষাৎ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর ইউনুসের শাসনামলে পাক বিদেশমন্ত্রীর ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।
Deputy Prime Minister and Foreign Minister, Senator Mohammad Ishaq Dar , embarks upon a historic visit to Bangladesh. In Dhaka, he will hold important meetings with Bangladeshi leaders. The visit is a significant milestone in Pakistan-Bangladesh relations as a…
Advertisement— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk)
বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, সফরের দ্বিতীয় দিনে আগামিকাল, রবিবার সকালে বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন ইশাক দার। প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে দু’দেশের মধ্যে অন্তত ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছে দ্বিপাক্ষিক সরকারি ও কূটনৈতিক পাসপোর্টের ভিসা বিলোপ চুক্তি। MoU চুক্তি স্বাক্ষর হতে চলেছে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত কার্যকরী গোষ্ঠী তৈরি, সাংস্কৃতিক বিনিময়, বৈদেশিক পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা।
কূটনৈতিক মহল সূত্রে আরও জানা গিয়েছে, দু’দিনের এই সফরে ইশাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গেও আলাপ-আলোচনা করবেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও তাঁর গুলশানের বাসায় দেখা করতে যেতে পারেন। এর পাশাপাশি জামাত-ই-ইসলামের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও দেখা হওয়ার কথা রয়েছে ইশাক দারের। আসলে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী এবং পাক-প্রীতির মনোভাব স্পষ্ট। ইশাক দারের এই সফরে আরও কাছাকাছি আসবে বাংলাদেশ- পাকিস্তান, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.