Advertisement
Advertisement

Breaking News

Muhammad Yunus

রবিবার থেকে শুরু রোজা, পবিত্র মাসে হিংসা-দ্বেষ ভুলে শান্তির বার্তা ইউনুসের!

ইউনুস শান্তির বার্তা দিলেও এই মুহূর্তে নৈরাজ্যের বাংলাদেশে তা কতটা ফলপ্রসূ হবে? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Muhammad Yunus conveys peace messege in Bangladesh just ahead of Ramadan
Published by: Sucheta Sengupta
  • Posted:March 1, 2025 9:39 pm
  • Updated:March 1, 2025 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। উপবাস বা রোজাও শুরু ওইদিন থেকেই। আগামী একমাস ধরে তা পালন করবেন বিশ্বের সমস্ত প্রান্তের ধর্মপ্রাণা মুসলিমরা। আর এই পবিত্র মাসে হিংসা-দ্বেষ ভুলে সকলকে শান্তিতে থাকার বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শনিবার একটি বার্তায় তিনি বলেন, ”আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছ্বলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।”

প্রধান উপদেষ্টা ইউনুসের আরও বক্তব্য, ”সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লার সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। মহান আল্লা আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।”

তাঁর এই শান্তি-বার্তা ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেক প্রান্তে। তবে অনেকেই ইউনুসের বার্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নৈরাজ্যের বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে, সংখ্যালঘুদের উপর নেমে আসছে আঘাত, এমনকী অন্তর্বর্তী সরকারের মধ্যেও যেভাবে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আগামী একমাস কি আদৌ শান্তির পথে হাঁটতে পারবে বাংলাদেশ? তবে রাষ্ট্রনেতা হিসেবে ইউনুসের এই বার্তা জনমানসে কিছুটা হলেও ভরসা জোগাবে, সে বিষয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement