সুকুমার সরকার, ঢাকা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না গায়ক মাইনুল আহসান নোবেলের। চুক্তির পরেও কনসার্ট না করে ১ লক্ষ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে নোবেলের বিরুদ্ধে তদন্ত শুরু করল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নোবেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
কলকাতার টিভি চ্যানেলে জনপ্রিয় অনুষ্ঠানে গান গেয়ে খ্যাতি লাভ করেন নোবেল। খ্যাতি লাভের পর থেকেই একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য আবার কখনও তাঁর দাম্পত্য অশান্তির জেরে শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে অনুষ্ঠান করার নামে টাকা আত্মসাতের অভিযোগ। মামলাকারীর দাবি, গত বছরের ২৮ এপ্রিল পদ্মাপাড়ের নবগঠিত জেলা শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা চুক্তি হয়। সেই টাকা দেওয়াও হয়। টাকা নেওয়ার পরেও নোবেল অনুষ্ঠানে যোগ দেননি বলেই অভিযোগ। বুধবার আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার আধিকারিক পুলিশের উপ-পরিদর্শক আলমগির জানান, গত ৩০ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরির আদালত নোবেলকে অভিযুক্ত করে। চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী আধিকারিক ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক হুমায়ুন কবীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.