Advertisement
Advertisement
Bangladesh Hilsa

দুর্গাপুজোর উপহার! ভারতে ১২০০ টন ইলিশ পাঠাচ্ছে ইউনুসের বাংলাদেশ

পুজোর দিনগুলোয় সুস্বাদু পদ্মার ইলিশ পাতে পড়বে ভোজনরসিক বাঙালির।

Durga Puja 2025: Bangladesh to export 1200 tons of hilsa in India
Published by: Sucheta Sengupta
  • Posted:September 8, 2025 6:30 pm
  • Updated:September 9, 2025 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা জমানার সৌজন্য ফেরাচ্ছে ইউনুসের সরকার। শারদ আবহে প্রতিবেশী দেশে উপহার হিসেবে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ (Bangladesh Hilsa)। সোমবারই ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। জানা গিয়েছে, ১২০০ টন ইলিশ রপ্তানি করা হবে ভারতে। শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার অর্ধেক ইলিশ পাঠানো হবে বলে খবর। তবু পুজোর (Durga Puja 2025) দিনগুলোয় পাতে সুস্বাদু পদ্মার ইলিশের অভাব হবে না, এই ভেবে মুখে হাসি বঙ্গবাসীর।

Advertisement

সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এবছর ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রপ্তানির জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের নথি, ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স-সহ আবেদন জানাতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে ১০০০ টাকার বেশি) নির্ধারণ করেছে সরকার। সোমবারের পর থেকে সবাইকে নতুন করে আবেদন দাখিল করতে হবে।

গতবছর অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। এবার এর অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হল। গতবার সবমিলিয়ে অনুমতি দেওয়া হয়েছিল ৪৯টি প্রতিষ্ঠানকে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনওভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় (সাব-কন্ট্রাক্ট) রপ্তানি না করার শর্তও থাকছে। বলা হয়েছে, সরকার যে কোনও সময় রপ্তানি বন্ধের নির্দেশ করতে পারবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement