নমুনা সংগ্রহের কাজে বেরিয়েছেন এক স্বাস্থ্যকর্মী
সুকুমার সরকার, ঢাকা: বাকি বিশ্বের মতো বাংলাদেশেও অব্যাহত করোনার মৃত্যুমিছিল। প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও লাগাম টানা যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ (Covid-19) জীবাণুর হামলায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। শুক্রবার যেখানে মৃত্যুর সংখ্যা ছিল ১৫ জন। শনিবার মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩১৪ জন। অন্যদিকে বাংলাদেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জন।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৯৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৬ জনের। এদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ২ জন এবং রংপুরে ২ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর রেকর্ড ৬ হাজার ৭৮২টি পরীক্ষা হয়েছে। মোট ৪১টি ল্যাবে এই নমুনাগুলি পরীক্ষা করা হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় দেশে মোট ২৩৫ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ৪ হাজার ১১৭ জন। এখনও যেভাবে সংক্রমণ হচ্ছে তাতে যাঁদের ডায়াবেটিস ও হৃদরোগের মতো জটিল শারীরিক রোগ আছে, তাঁরা যেন জনসমাগম এড়িয়ে চলেন। এছাড়াও বয়স্কদের যত্ন নেওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খাওয়া ও বেশি করে তরল পান করার পরামর্শ দেন তিনি। ধূমপান থেকে বিরত থাকারও নির্দেশ দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.