Advertisement
Advertisement
BNP

অভিভাবকহীন হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ক্ষমতার দৌঁড়ে নেমে কটাক্ষ বিএনপির ছাত্র শাখার

কথায় কথায় পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে দু'পক্ষের।

BNP student wing slams at students
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 21, 2025 9:23 pm
  • Updated:April 21, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাসিনা হটাও অভিযানে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিল বিএনপি। আওয়ামি লিগ কোণঠাসা হওয়ার পর এখন ময়দান ফাঁকা। তাই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বিএনপি। নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নিয়ে ভোটযুদ্ধে নাম লিখিয়েছে ছাত্রনেতারাও। তাই দু’পক্ষের সেই সখ্যতায় ভাটা এখন পড়েছে। কথায় কথায় পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে। এবার বিএনপির ছাত্র শাখা ছাত্রদলের কটাক্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 

Advertisement

গত শনিবার রাজধানী ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে এক সাংবাদিক সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন। এই ঘটনায় ৮ জনের নামে মামলা দায়ের হয়েছে। ঘটনার দিন পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা খেতে গিয়েছিলেন। ওই সময় মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে দাবি করে গোলযোগের সূত্রপাত।

এরপর পারভেজের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জড়িত বলে দাবি করেন ছাত্রদল সভাপতি রাকিবুল। তবে অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এই ঘটনা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, এমনকী হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে। ছাত্রদলের ভাষ্য, জাহিদুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।” এখনও পর্যন্ত এই খুনে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তবে শুধু এই খুনের ঘটনা নয়, সম্প্রতি একাধিক বিষয় নিয়েই কাদা ছোড়াছুড়ি করছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা। ভোট নিয়ে খালেদা জিয়ার দলকে চ্যালেঞ্জ ছুড়ে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপির নেতাদের। এবার নাহিদের অভিযোগ, “প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।” নাহিদের এহেন বক্তব্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে নির্বাচন নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ