Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

আহমেদাবাদের ছায়া বাংলাদেশে! ঢাকার স্কুলে ভেঙে পড়ল যুদ্ধবিমান, নিহত ২০, আহত ১৭১

বিমান দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই শিক্ষার্থী।

Bangladesh Air Force jet crashes in Dhaka school at least 19 dead, 50 injured
Published by: Kishore Ghosh
  • Posted:July 21, 2025 2:43 pm
  • Updated:July 21, 2025 7:54 pm  

সুকুমার সরকার, ঢাকা: ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান ভেঙে পড়ল। সোমবার দুপুর দেড়টা নাগাদ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃত প্রশিক্ষণ বিমানটির পাইলটও। আহত ১৭১ জনের চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে। এদের অধিকাংশই শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি উসকে উঠেছে।   

Advertisement

বাংলাদেশ সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশি সময়) ওড়ার বারো মিনিট পরে ভেঙে পড়ে। স্কুলে ভবনে বিমানটি আছড়ে পড়তেই বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় ভবনটিতেও। অনেক দূর থেকেও সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন।

ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক লিমা খানম বলেন, “দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়ে। আমাদের দল একজনের মৃতদেহ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।” নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পাইলটের কী অবস্থা তাও এখনও অস্পষ্ট। জানা গিয়েছে, বিমানটি যেখানে আছড়ে পড়ে, সেখানে তখন ক্লাস চলছিল। উদ্ধারকারীরা এক এক করে আহত পড়ুয়াদের বের করে আনেন। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকবার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সমাজমাধ্যমের বার্তায় তিনি লিখেছেন, “রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন ইউনুস। পাশাপাশি মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement